কলকাতা: ফের রাজ্যের নাম বদলানোর উদ্যোগ। আগেও হয়েছে। কিন্তু, কোনওবারই সাফল্যের মুখ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যখন রাজ্যের নাম বদলে বাংলা করার  প্রস্তাবে সায় দিচ্ছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে অতীতের সেসব উদ্যোগের কথা।


বাম আমলে একবার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, সেই উদ্যোগ আটকে যায় দিল্লিতে গিয়ে।

সংসদের এক কমিটির রিপোর্ট থেকে জানা গিয়েছে, বামেদের প্রস্তাবিত ‘বাংলা’ নামটি নিয়ে আপত্তি জানায় বিদেশমন্ত্রক। তাদের যুক্তি ছিল, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও স্লোগানে বাংলা কথাটি বহুল ব্যবহৃত। পশ্চিমবঙ্গের নাম বাংলা হলে তাতে বিভ্রান্তি তৈরি হবে। বিশিষ্টরা আপত্তি তোলায় প্রস্তাবটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েও পিছিয়ে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সে সময় বাম সরকার এই উদ্যোগ নিলেও, তৎকালীন বিরোধী কংগ্রেস বা তৃণমূলের এতে আপত্তি ছিল! যদিও, ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন, সমস্ত ভাষায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করতে। যাতে রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ একটু ওপরে উঠে আসে।

এখন পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল। আদ্যাক্ষর W।

এই অনুযায়ী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা সবশেষে অর্থাৎ ২৯ নম্বরে।

ইংরেজি নাম পশ্চিমবঙ্গ হলে ২৯ নম্বর থেকে কিছুটা এগিয়ে ২১ নম্বরে আসত পশ্চিমবঙ্গ।

যদিও, সেই উদ্যোগ পরিণতির মুখ দেখেনি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের নাম বদলের এই প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়। ২০১৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত যুগ্মসচিব সুরেশ কুমার চিঠি দিয়ে জানান, দু’বছরের মধ্যে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হবে। কিন্তু, শেষমেশ তা আর হয়নি।

এই প্রেক্ষাপটে দ্বিতীয় ইনিংসে ফের একবার নতুন করে রাজ্যের নাম বদলের তোড়জোড় শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা সাফল্যের মুখ দেখে কি না, সে উত্তর আগামী দিনেই মিলবে।