সুমন ঘড়াই, কলকাতা: তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে আজও গঙ্গাসাগরে জনজোয়ার। এরই মধ্যে করোনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। তবে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ। ট্রেনও চলবে ১০টা পর্যন্ত। আগের নিয়ম ও নিষেধাজ্ঞা জারি রাখা রয়েছে। তবে কয়েকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
কী জানান হয়েছে নয়া নির্দেশিকায়?
- গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’,
- সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা,
- বিয়ের অনুষ্ঠানেও ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র,
- ২০০ জন অথবা অনুষ্ঠান গৃহের ৫০% উপস্থিতিতে ছাড়।
এদিকে, পয়লা মাঘের সকালে গঙ্গাসাগরে পুণ্যস্নান চলছে। দূরত্ব বিধি উধাও। পুণ্যার্থীদের মুখে নেই মাস্ক। প্রশ্ন করতেই অজুহাত খাড়া করছেন তাঁরা। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকে অনবরত প্রচার করছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষণ নেই। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।
আরও পড়ুন, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেই থাকতে হবে আইসোলেশনে’, সংশোধিত নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
অন্যদিকে, রাজ্যে যে হারে করোনা বাড়ছে, সেই আবহে পুরভোট (Municipal Election) পিছনো যায় কি না তা জানতে চেয়ে শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) জানিয়েছিল হাইকোর্ট (Highcourt)। সূত্রের খবর, রাজ্য সায় দেওয়ার পরই কমিশনের তরফে জানান হয়েছে যে করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ৪ পুরনিগমের ভোট। ২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি পুরভোট হবে। ১৫ ফেব্রুয়ারি হবে ভোটের ফলপ্রকাশ।
এমনিতেই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৪৪ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লেক থানা এলাকাতেই নতুন করে ৬টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। এদিন পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়। যদিও ফিরহাদ হাকিম বলেন, পুলিশ দিয়ে নয়। মানুষকে বুঝিয়েই করোনা বিধি পালনে অনুরোধ করা হবে।