করুণাময় সিংহ, মালদা: কালিয়াচকে (kaliachak) মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করেছে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।


মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে মৃত্যু হল এক ছাত্রের। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদার কালিয়াচকের বালিয়াডাঙায়। নিহত কিশোরের নাম, রাজীব শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরা গ্রাম। দশম শ্রেণির ছাত্র ছিল সে। মৃত কিশোরের বন্ধু নাসিম শেখ বলে, ''রাজীব ও তাঁর ভাই গতকাল মাদ্রাসায় এসেছিল, তখনই এই ঘটনা ঘটে, পুলিশের কাছ থেকে খবর পেয়ে এসেছি, পুলিশ তদন্ত করে দেখুক।''


পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় গোপন সূত্রে তারা জানতে পারে যে, বালিয়াডাঙায় দু’দলের মধ্যে মাদকের কারবার হবে। এই খবর পেয়ে দু’দলে ভাগ হয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশের একটি দল দুই মাদক কারবারির সঙ্গে ডিল করা শুরু করে। আরেকটি দল কিছুটা দূরে দুষ্কৃতীদের ধরার জন্য ওঁত পেতেছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় দুই মাদক কারবারির সন্দেহ হওয়ায় পালানোর চেষ্টা করে তারা। তখনই পুলিশের উদ্দেশে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় রাজীব শেখ নামে এক কিশোর রাস্তা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে লাগে। এরপর গুলিবিদ্ধ কিশোরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।  মৃত কিশোরের আত্মীয় রফিকুম ইসলাম ঘটনা প্রসঙ্গে বলেন, ''আমরা ফাঁড়ি থেকে খবর পাই, কে গুলি করল কেন গুলি করল জানি না।''


 


এদিকে ধাওয়া করে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, মাদক কারবারে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।