বিদ্যাধরী নদীর 'মাটি কাটা নিয়ে বিবাদে'র জেরেই খুন শাসনের তৃণমূল নেতা, আর্তনাদ ঢাকতে বাজি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2018 11:50 AM (IST)
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূলের অঞ্চল সভাপতি সাইপার রহমানকে খুনের ঘটনায় নতুন তথ্য। বিদ্যাধরী নদীর মাটি কাটা নিয়ে বিবাদের জেরেই খুন তৃণমূল নেতা। বেআইনি মাটি কাটায় বাধা দেওয়াতেই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। খুনের সময় আর্তনাদ ঢাকতে পূর্ব পরিকল্পিতভাবে সাইপারের আশপাশে বাজি ফাটানো হচ্ছিল বলেও অভিযোগ। তৃণমূল নেতাকে খুনের পর গণপ্রহারে মৃত্যু হয় হামলাকারী রজ্জব মোল্লারও।