কেন্দ্রের পরিকল্পনা ছিল সাত বছর। রাজ্যের ভাবনায় ছিল তিন বছর। তবে শেষমেশ কেন্দ্রীয় সংস্থা এনসিটিই-র তরফে রাজ্যকে প্রস্তাব দেওয়া হল, তিন বা সাত বছর নয়। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য একবার টেট পাস করলে, সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন। দেশজুড়ে দেওয়া হবে একইরকম সার্টিফিকেট।
সম্প্রতি সমস্ত রাজ্যের টেট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই। সূত্রের খবর, সেখানেই কেন্দ্রীয় সংস্থার তরফে রাজ্যগুলিকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রস্তাব, আগের মতো এবার আর টেটে মোট ৬০ শতাংশ নম্বর পাওয়াই যথেষ্ট নয়। সেই সঙ্গে প্রত্যেক বিভাগে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
তবে টেটের সঙ্গে নিয়োগের পরীক্ষার কোনও সম্পর্ক থাকবে না। টেটের নম্বর নিয়োগের পরীক্ষায় যোগ হবে না। এখনও এব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।