সমীরণ পাল, বারাসাত: শিশুবদলের অভিযোগে কাঠগড়ায় সরকারি হাসপাতাল। মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসাত সদর হাসপাতাল। আমডাঙার বাসিন্দা এক মহিলা ২০১৯-এর ২ জানুয়ারি বারাসাত সদর হাসপাতালে সন্তান প্রসব করেন। অভিযোগ, প্রথমে শিশুপুত্র দেখানো হলেও, পরে পরিবারের কোলে দেওয়া হয় এক শিশুকন্যাকে। মধ্যমগ্রামের রোয়ান্ডার বাসিন্দা এক মহিলার সন্তানের সঙ্গে শিশুটিকে বদল করা হয়েছে বলে অভিযোগ। যদিও মধ্যমগ্রামের বাসিন্দা ওই মহিলা শিশুবদলের অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছরের ডিসেম্বরে শিশুবদল নিয়ে বারাসাত মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে আমডাঙার পরিবারটি। ১৮ ফেব্রুয়ারি তারা এসডিপিও-র কাছেও অভিযোগ জানায়। এরপর গত বৃহস্পতিবার বারাসাত আদালতের দ্বারস্থ হয় পরিবারটি। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে।
এই মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে বারাসাত আদালত। পুলিশ জানিয়েছে, এর আগে মহিলার অভিযোগের ভিত্তিতে বারাসাত মহিলা থানা তদন্ত করে। অভিযোগের সত্যতা মেলেনি। এবার আদালতের নির্দেশে ফের তদন্ত হবে।
বারাসাত সদর হাসপাতালে শিশুবদলের অভিযোগ, পুলিশের কাছে রিপোর্ট তলব আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 08:01 PM (IST)
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -