উত্তর ২৪ পরগনা: ভালবেসে বিয়ে। কিন্তু মানতে পারেনি শ্বশুরবাড়ির লোকেরা। বসিরহাটে গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি।
পারমিতা প্রামাণিক, বয়স উনিশ। মাস পাঁচেক আগেই ভালবেসে বিয়ে করেন বসিরহাটের ষষ্ঠী বটতলার বছর পঁচিশের যুবক প্রভাকর হাজরকে। অভিযোগ, প্রথমে ওই বিয়ে মানতে চায়নি পারমিতার শ্বশুর-শাশুড়ি। পরে মেনে নিলেও শুরু হয় অত্যাচার। অভিযোগ, হুমকি দিয়ে বলা হত, তাঁদের রক্তে আছে মারধর করার অভ্যেস। সহ্য করতে পারলে থাকো নইলে অন্য পথ দেখো..।
পরিবারের দাবি, শুধুমাত্র স্বামীর মুখ চেয়ে পাঁচ মাস ধরে সব মুখ বুজে সহ্য করছিলেন। যাঁর জন্য বাবার ঘর ছেড়ে যাওয়া, অভিযোগ, সেই স্বামীর কাছেও শেষমেশ হয়ে উঠেছিলেন দু’চোখের বিষ! এ যন্ত্রণা মেনে নিতে পারেননি বছর উনিশের গৃহবধূ। বাড়ির লোককে বলেও ছিলেন সবকিছু। ভেবেছিলেন ফিরে আসবেন। কিন্তু, তার আগেই শ্বশুর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। অভিযোগ, বধূকে খুন করা হয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর বাড়ির লোকেরা। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বিয়ের পাঁচমাসেই শ্বশুরবাড়িতে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Sep 2017 10:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -