মালদা:  বিয়ের পরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল নববধূ। এনিয়ে স্বামীর সঙ্গে বিবাদ হওয়ায় অভিমানে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের আশাপুর বাজার এলাকায়। মৃতের নাম সুপ্রিয়া সিংহ।   আড়াই মাস আগে চাঁচলের ঘোষপাড়ার বাসিন্দা সন্তোষ সিংহর সঙ্গে বিয়ে হয় সুপ্রিয়ার। একাদশ শ্রেণির পরীক্ষা দিতে বাপের বাড়ি এসেছিল ওই ছাত্রী। মৃতের পরিবারের দাবি, এনিয়ে স্বামীর সঙ্গে সুপ্রিয়ার বিবাদ হয়। স্বামী গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, বিয়েতে পণ দেওয়া সত্বেও আরও টাকার দাবিতে তার উপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনায় স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।