কলকাতা: পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষা হবে ১২ মার্চ থেকে ২১ মার্চ। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ দিন পিছোল মাধ্যমিক। পাশাপাশি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৮ সালের পরীক্ষা হবে ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল। সেক্ষত্রে উচ্চমাধ্যমিক পিছোচ্ছে ১২ দিন। প্রথা ভেঙে ফল প্রকাশের দিন এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরবর্তী পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি। আজ তা জানানো হল। সামনের বছরের পঞ্চায়েত ভোটের জন্যই পরীক্ষাসূচির এই বদল বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।
পিছল আগামী বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2017 08:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -