আবির দত্ত ও হিন্দোল দে, কলকাতা: তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।এই মর্মে বিশেষ আদালতে আবেদন জানাল তারা।
২০০৯ সালে খুন হন সিপিএম নেতা প্রবীর মাহাতো। সেই মামলায়, শুক্রবার এনআইএর বিশেষ আদালতে এলেও এজলাসে ওঠেননি পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা তথা বর্তমানে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ছত্রধর মাহাতো।
শুক্রবার মামলার শুনানি ছিল। তবে অসুস্থতার কথা উল্লেখ করে এজলাসে হাজির হননি তিনি। পরে ছত্রধর মাহাতোকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার এই মামলার ফের শুনানি। ওইদিন ছত্রধরকে ফের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এনআইএ ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে পারবে কি না, সোমবার জানাবে বিশেষ আদালত।
এই মামলায় ৩৭ জন আসামী ছিলেন। এখন ২৭ জন জীবিত।
ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়ে পেয়ে তৃণমূলে যোগ দেন ছত্রধর মাহাতো। এরপরই এই মামলায় অগাস্টের শেষ সপ্তাহে পরপর দু’দিন ছত্রধরকে ঝাড়গ্রামের শালবনিতে কোবরা ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এবার তাঁকে হেফাজতে নিতে আবদন জানাল তারা।
২০০৯-এ সিপিএম নেতা খুনের মামলায় ছত্রধরকে হেফাজতে চাইল এনআইএ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 09:52 PM (IST)
তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।এই মর্মে বিশেষ আদালতে আবেদন জানাল তারা।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -