কলকাতা: স্কুলের ১০০ গজের মধ্যে ধূমপান করলেই জরিমানা। বিক্রি করলেও দণ্ডনীয় অপরাধ। নির্দেশিকা স্বাস্থ্য দফতরের।
স্কুলের সামনে সুখটান? এবার থেকে ভুলে যান, রাজ্য জুড়ে স্বাস্থ্য দফতর এ নিয়ে নির্দেশিকা জারি করেছে। যাতে বলা হয়েছে,
স্কুলের ১০০ গজের মধ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা। স্কুলের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করলেও সেটা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে।
৭ নভেম্বর, রাজ্যের স্বাস্থ্য দফতর এই নির্দেশিকা জারির পর, বীরভূমে বৈঠক ডাকেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলার পুলিশ-প্রশাসনের কর্তা এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত হয়েছে, স্কুলের সামনে ধূমপান রুখতে থাকবে নজরদারি কমিটি।
জেলা প্রশাসন সূত্রে খবর, ধূমপান রুখতে জারি হওয়া নির্দেশিকা ঠিক মতো কার্যকর করা হচ্ছে কি না সেটা দেখবে নজরদারি কমিটি।
স্কুলের ১০০ গজের মধ্যে সিগারেটে জরিমানা, বিক্রি করলেও দণ্ডনীয় অপরাধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2017 05:56 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -