কলকাতা: সিবিআই তদন্তে তেমন কোনও অগ্রগতিই দেখা যাচ্ছিল না। তাই বারো বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির তদন্ত শুরু করতে আগ্রহ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র জানিয়ে দিল, সিবিআই রাজ্যের হাতে তদন্ত হস্তান্তর করতে চায় না! আর কেন্দ্র ও রাজ্যের এই দড়ি টানাটানিতে আবার ধাক্কা খেল নোবেল উদ্ধারের প্রক্রিয়া।
সূত্রের খবর, ২০১৫ সালের ডিসেম্বর মাসে নোবেল চুরির তদন্ত করতে চেয়ে, রাজ্য সরকার প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রককে চিঠি দেয়। কিন্তু দিল্লি থেকে কোনও উত্তর আসেনি। এরপর গত বছরের অগাস্ট মাসে রিমাইন্ডার দিয়ে ফের চিঠি যায় রাজ্যের তরফে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে এ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সেই সময় থেকেই, বিষয়টি নিয়ে যৌথভবে খোঁজখবর শুরু করে সিআইডি ও কলকাতা পুলিশ। বিশ্বভারতীতেও যায় তারা। অ্যান্টিকের কারবারি-সহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন রাজ্যের অফিসাররা। কিন্তু সিবিআইয়ের হাতে তদন্তভার থাকায়, আলাদা করে কোনও মামলা রুজু করা হয়নি। সূত্রের খবর এই পরিস্থিতিতে, কর্মীবর্গ মন্ত্রক থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আমরা সিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। তারা নিজেদের হাতে তদন্তভার রাখতে চাইছে। মামলাটি সিবিআই ছাড়তে চাইছে না।
নোবেল উদ্ধারে খোদ মুখ্যমন্ত্রী নিজে আগ্রহ প্রকাশ করায়, অনেকের মনেই নতুন আশার সঞ্চার হয়েছিল।সবাই ভেবেছিলেন, এতদিন ধরে সিবিআই যা পারেনি, তা হয়তো রাজ্যই করে দেখাবে। কিন্তু সিবিআই তদন্ত ছাড়তে না চাওয়ায়, আপাতত ধাক্কা খেল সেই সব স্বপ্ন!
নোবেল চুরি: তদন্তভার রাজ্যের হাতে তুলে দিতে রাজি নয় সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2017 09:27 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -