কলকাতা: উৎসব আবহে কোভিড বিধি মানার সতর্কবার্তা জারি হয়েছে রাজ্যে। করোনার তৃতীয় তরঙ্গ আঘাত হানতে পারে, এ আশঙ্কা এখনও রয়েছে। শুক্রবারে স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে একদিনে আক্রান্ত হয়েছে ৬৮৬ জন। তাই তৃতীয় তরঙ্গের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, এবার রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ের উৎসস্থল হতে পারে উত্তর বঙ্গ। বিশেষজ্ঞদের এই আশঙ্কায় উদ্বেগে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ রাজ্য সরকারের গাফিলতিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। তাঁদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ দূরের কথা। দুয়ারে সরকারের মতো সরকারী অনুষ্ঠানে হাজার মহিলাকে জড়ো করা হচ্ছে। আর এই মহিলারা করোনা আক্রান্ত হলে, শিশুরা আক্রান্ত হবে। আর এই তৃতীয় তরঙ্গে শিশুদের আক্রান্ত হ ওয়ার সম্ভাবনা বেশি। 
 
যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গে শিশুদের জন্য স্বাস্থ্য পরিকাঠামো তৈরী আছে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনের উপর। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দার্জিলিং জেলার নেপাল, বাংলাদেশ, ভুটান-সহ বিভিন্ন দেশে ভ্যাকসিনেশন সম্ভব হয়নি। গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন হচ্ছে না। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ফাস্ট ডোজ ভ্যাকসিনেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা শিলিগুড়ি পুরসভা।


হুগলিতে রোগীর শরীরে মিলল ডেল্টা প্লাসের হদিশ। এই নিয়ে বাংলায় দ্বিতীয় ডেল্টা প্লাসের হদিশ। ডেল্টা প্লাসের একটি নতুন মিউটেশন অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হুগলির এক বাসিন্দার শরীরে মিলেছে এই ডেল্টা প্লাসের হদিশ। জানা গিয়েছে, এই নমুনা ২ অগাস্ট পাঠানো হয়েছিল জিনগত পরীক্ষার জন্য। রোগীর ওপর নজর রাখা হচ্ছে, আপাতত সুস্থ আছেন রোগী। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। স্বাস্থ্য অধিকর্তার তরফে জানানো হয়েছে, অসংখ্য ডেল্টা প্লাসের হদিশ এখনও মেলেনি।


ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতের পরিস্থিতি বলছে, কোভিডের টিকার দুটি ডোজ নেওয়া না হলে ভিড়ভাট্টা এড়িয়ে চলাই ভাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, উৎসবের মরসুমে জনসমাগম এড়িয়ে চলতেই হবে। নইলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কেন্দ্রীয় সরকারের পরামর্শ দুটি ভ্যাকসিন না হলে ভিড়ভাট্টায় যাবেন না। বাড়িতেই পালন করুন উতসব।