সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রেস ক্লাবের বারান্দা থেকে হিজবুল মুজাহিদিনের নামে সিডি উদ্ধার। হিংসা ছড়ানোর হুমকি দেওয়া হয়েছে ওই সিডিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


শনিবার সাত সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শোরগোল। প্রেস ক্লাবের বারান্দায়, হিজবুল মুজাহিদিনের নামে, সিডি উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেস ক্লাবের তরফে জানানো হয়, এদিন সকালে বারান্দায় প্লাস্টিকে মোড়া একটি সিডি পড়েছিল। সিডির সঙ্গে থাকা একটি চিরকুটে হিংসা ছড়ানোর হুমকিও দেওয়া হয়।সিডিটি চালানো হলে দেখা যায়, নিজেকে হিজবুল মুজাহিদিনের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি, জেলায় হিংসা ছড়ানোর হুমকি দিচ্ছেন।


শনিবার সকালে রায়গঞ্জ প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ছিল। জেলার একাধিক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাই বারান্দায় একটি সিডি দেখতে পান বলে জানা গিয়েছে। সাদা প্লাস্টিকে মোড়া ছিল সিডিটা। তার সঙ্গে ছিল একটি কাগড আটকানো। যাতে লেখা, ‘এটি পাওয়া মাত্রই সব চ্যানেলে দেখাতে হবে। না হলে হিংসার শিকার হতে হবে।’ এরপরই প্রেস ক্লাবের তরফে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। অভিযোগ পেয়ে, আসে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সিডিটি। রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশ বর্মা বলেন, সিডি পাওয়া গেছে, সত্যতা যাচাই করছি, খতিয়ে দেখে ব্যবস্থা। নেপথ্যে কি নাশকতার ছক? না, মজা করতে কেউ এই একাজ করেছে? রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। 


এদিকে গত রবিবারই তিন সন্দেহভাজন JMB বা জামাত-উল-মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। পুলিশের দাবি, ধৃতদের ফেসবুকে IS-এর সংক্রান্ত ভিডিও পাওয়া গেছে। আর তাই ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা IS-এর যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না STF-এর গোয়েন্দারা। অন্যত্র পালিয়ে যাওয়ার আগেই, হরিদেবপুরের একটি বাসস্ট্যান্ড থেকে শনিবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে নাজিউর রহমান নিখিলকান্ত ওরফে সাবির ও রবিউল ইসলামকে গ্রেফতার করে।