জলপাইগুড়ি: ছোট বেলায় ছেলের গায়ে টোকা লাগলেও, কেঁদে উঠত মায়ের মন।আর সেই ছেলেই কি না মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছে মাকে!রক্তের সবচেয়ে জোরালো সম্পর্ক যাঁর সঙ্গে, সেই ছেলেই কি না মায়ের রক্ত ঝরিয়েছে!এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ায়।

নির্যাতিতা বৃদ্ধা ভানুমতী দাস।বয়স ৮৫।অভিযোগ, গত শনিবার থেকে তাঁকে বেধড়ক মারধর করছে ছেলে ও ছেলের বউ!
রক্তাক্ত বৃদ্ধাকে দেখে আর সহ্য করতে না পেরে, শেষপর্যন্ত মঙ্গলবার এগিয়ে আসেন স্থানীয় যুবক দেবব্রত দত্ত। বৃদ্ধাকে ধূপগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান তিনি।

এরপর ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ জানিয়েছে,বৃদ্ধার ছেলে ও ছেলের বউ পলাতক। তাঁদের খোঁজ চলছে।