গোঘাট: হুগলির গোঘাটের চণ্ডীপুরে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। মা-বাবাকে বুঝিয়ে বিরত করেন বিডিও, ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক।
বাড়ির সামনে ম্যারাপ বাঁধা। বিয়ের আয়োজনে ব্যস্ত বড়রা। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! গায়ে হলুদের তত্ত্বও প্রায় এসে পড়ল বলে। কিন্তু, না! এসব ভাবতে ভাবতেই বাড়িতে ঢুকল পুলিশ! এলেন বিডিও। নাবালিকার বিয়ে রুখতে এই উদ্যোগ প্রশাসনের।
গোঘাটের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা, মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ের ঠিক হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পৌঁছয় পুলিশের কানে। বৃহস্পতিবার যখন বিয়ের তোড়জোড় চলছে, সেই সময় হানা দেয় পুলিশ। নাবালিকার মা-বাবাকে বোঝানো হয়, কেন নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়।
ছাত্রীর মা-বাবাকে বোঝান গোঘাটের খাটুল শিবদুর্গা হাইস্কুলের প্রধান শিক্ষক!সবশেষে মুচলেকা দিয়ে ছাড়া পান নাবালিকার মা-বাবা।
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন, মা-বাবাকে বোঝাল বিডিও, ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2018 06:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -