একজন রোগীকে দেখবে একজন আয়া, এই নির্দেশের জেরে রোজগারে টান, সারারাত চুঁচুড়া হাসপাতালের সুপারকে ঘেরাও আয়াদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2017 09:50 AM (IST)
চুঁচুড়া: কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে হুগলির চুঁচুড়া হাসপাতালে আয়াদের বিক্ষোভ। রাতভর ঘেরাও সুপার। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজন আয়া একজন রোগীকেই দেখভাল করতে পারবেন। এর আগে একজন আয়া বেশ কয়েকজন রোগীকে একইসঙ্গে দেখভাল করে মোটা অঙ্কের টাকা পেতেন। রোজগারে টান পড়ায় সোমবার সন্ধে ৬টা থেকে চুঁচুড়া হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আয়ারা। রাতভর ঘেরাও চলে। পরে ঘটনাস্থলে যায় চুঁচুড়া থানার পুলিশ। কিন্তু তারপরেও সমাধান সূত্র মেলেনি। সিদ্ধান্তে অনড় হাসপাতাল কর্তৃপক্ষ। আয়া-বিক্ষোভের জেরে হাসপাতালে চিকিত্সা পরিষেবা ব্যাহত।