পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়ায় ফের জাল চিকিত্সকের হদিশ। এবার নিজের ডিগ্রি জাল বলে কবুল করলেন খোদ চিকিত্সকই। গ্রেফতারির আশঙ্কায় চেম্বারের সাইনবোর্ড থেকে মুছে দিলেন যাবতীয় ডিগ্রি। তবে বন্ধ হয়নি রোগী দেখা। চিকিত্সক পরিচয় দিয়ে কাটোয়ার সার্কাস ময়দানে চেম্বার খুলে বসেছিলেন পূর্বস্থলীর বাসিন্দা প্রিয়লাল শীল। চেম্বারের সাইনবোর্ডে লেখা ছিল, তিনি ফিজিওথেরাপিতে এমডি এবং ন্যাচারাল মেডিক্যাল কলেজের গোল্ড মেডেলিস্ট অধ্যাপক। অন্যদিকে, নিজেকে গ্যাস্ট্রোলজিস্ট বলেও পরিচয় দিতেন এই জাল চিকিত্সক।প্রায় ১০-১২ বছর ধরে চেম্বারে বসলেও, আজ সকালে নিজেই সাইনবোর্ড মুছে দেন প্রিয়লাল। আগের প্রেসক্রিপশনের পরিবর্তে সাদা কাগজে ওষুধ প্রেসক্রাইব করা শুরু করেন।

এর আগে কাটোয়ার আলমপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আয়ুর্বেদিক চিকিত্সক হিসেবে কর্মরত সত্যবান মণ্ডলের বিরুদ্ধে অ্যালোপ্যাথ চিকিত্সা করার অভিযোগ ওঠে। কাটোয়ার লেনিন সরণিতে এমবিবিএস চিকিত্সক পরিচয়ে চেম্বার খুলে রীতিমতো জাঁকিয়ে বসেছিলেন ওই ব্যক্তি।