হুগলি: পেটের ব্যথায় ছটফট করতে থাকা এক বছরের সন্তানকে হাসপাতালে ভর্তি করেছিলেন আরোগ্য লাভের আশায়। কিন্তু, সেখান থেকে ফিরতে হল তার নিথর দেহ নিয়ে। সন্তানহারা বাবার অভিযোগ, ছেলের এই মর্মান্তিক পরিণতি হয়েছে হাসপাতালের ভুলেই।
হুগলির ভদ্রেশ্বরের কাটাডাঙার বাসিন্দা কিশোর রায়ের দাবি, শনিবার গভীর রাতে তাঁর এক বছরের ছেলের প্রচন্ড পেটের যন্ত্রণা শুরু হয়। রাতেই তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক একটি ওষুধ দিয়ে বলেন, এতে না কমলে হাসপাতালে ভর্তি করতে হবে। ওষুধ খাওয়ার ঘণ্টাখানেক পরও শিশুটির অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। এরপর তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবার দাবি, হাসপাতালে ভর্তি করা মাত্র তাঁর এক বছরের ছেলেকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। দশ মিনিট পর ডাক্তার দেখতে এসে বলেন, মৃত্যু হয়েছে। সন্তানকে হারানোর শোকে পাথর, কিশোর রায়ের দাবি, ভুল ইঞ্জেকশনের জেরেই তাঁর ছেলের মৃত্য হয়েছে।
হাসপাতালের সুপার জগন্নাথ মণ্ডলের কাছে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন শিশুটির বাবা। সুপার জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। চিকিৎসকের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে, কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘ভুল’ ইঞ্জেকশনে শিশুমৃত্যু, কাঠগড়ায় চন্দননগর সরকারি হাসপাতাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2017 06:14 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -