রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল, সাধারণ সম্পাদক লকেট, মহিলা মোর্চার দায়িত্বে অগ্নিমিত্রা, পদে নেই শোভন, চন্দ্র বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2020 05:41 PM (IST)
রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল। সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়।মহিলা মোর্চার দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল।
সহ সভাপতি হলেন অর্জুন সিংহ, ভারতী ঘোষ।বিজেপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সব্যসাচী দত্ত ।
কলকাতা:রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল। সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়।মহিলা মোর্চার দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল। সহ সভাপতি হলেন অর্জুন সিংহ, ভারতী ঘোষ।বিজেপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সব্যসাচী দত্ত । পদাধিকারীদের তালিকায় নাম নেই শোভন চট্টোপাধ্যায়ের। শোভন এখনও বিজেপিতে আছেন, বললেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তপশিলি মোর্চার দায়িত্বে বিধায়ক দুলাল বর।তপশিলি উপজাতি মোর্চার দায়িত্বে সাংসদ খগেন মুর্মু। পদাধিকারীদের তালিকায় নেই চন্দ্র বসু।চন্দ্র বসু ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি।