দেগঙ্গা:  বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে মা-কে মারধরের অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত ১২ বছরের কিশোরী মেয়ে

চ্যালাকাঠ দিয়ে বাবার মারধরে ক্ষতিগ্রস্ত চোখ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকার কার্তিকপুর।

পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের বশে পেশায় টিভি মেকানিক তপন মালি, বুধবার সন্ধ্যায় স্ত্রী প্রতিমাকে মারধর শুরু করেন। অভিযোগ, মারধরের সময় চিত্কার বন্ধ করার জন্য স্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেন তিনি। মা-কে মারধর করতে দেখে প্রতিবাদ করে ১২ বছরের মেয়ে কৃতী। চ্যালাকাঠ দিয়ে মেয়েকেও মারধর করেন বাবা।

কিশোরীর চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে দু’জনকে উদ্ধার করেন। তাদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্ত্রীকে মারধরের কথা স্বীকার করলেও মেয়েকে মারধরের কথা স্বীকার করেননি অভিযুক্ত।

কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনা নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত তপন মালিককে গ্রেফতার করেছে পুলিশ।