খড়গপুর: আজ থেকে রবিবার পর্যন্ত খড়গপুর শাখায় নিয়ন্ত্রিত রেল পরিষেবা। খড়গপুরে কম্পিউটার পরিচালিত নতুন ইন্টারলকিং পরিষেবা চালু করতেই এই পদক্ষেপ। পরিষেবা স্বাভাবিক হবে সোমবার।
খড়গপুরে কম্পিউটার পরিচালিত নতুন ইন্টার লকিং পরিষেবা চালু করতে চলেছে রেল। ইন্টার লকিং সিস্টেমের কাজ চলার জন্য আজ থেকে রবিবার পর্যন্ত খড়গপুর শাখায় নিয়ন্ত্রিত থাকবে রেল পরিষেবা। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আগের ইন্টার লকিং সিস্টেম সারা দিনে সাড়ে ৩০০টি ট্রেন নিয়ন্ত্রণ করা যেত। নতুন ব্যবস্থা চালু হলে সাড়ে ৮০০ ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে। এতে ট্রেনের গতি বাড়বে বলে দাবি রেল কর্তাদের। সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
আজ খড়গপুর শাখায় ২৩টি মেল এক্সপ্রেস, ৩টি স্পেশ্যাল ট্রেন, ১২টি প্যাসেঞ্জার ট্রেন, ২৪ MEMU ট্রেন, ২৭ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রিত হচ্ছে ৫টি পাসেঞ্জার, ৪টি MEMU, ১২ জোড়া লোকাল ট্রেনের যাতায়াত। ১০টি মেল এক্সপ্রেস হিজলি এবং নিমপুরা স্টেশন দিয়ে যাতায়ত করবে। ১১ জোড়া হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন বালিচক পর্যন্ত যাবে।
শনিবার খড়গপুর শাখায় ২২টি মেল এক্সপ্রেস, ৪টি স্পেশ্যাল ট্রেন, ১২টি প্যাসেঞ্জার ট্রেন, ১৭ MEMU ট্রেন, ২৭ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রিত হচ্ছে ৫টি পাসেঞ্জার, ১ এক্সপ্রেস, ২টি MEMU, ১১ জোড়া লোকাল ট্রেনের যাতায়াত। ১১টি মেল এক্সপ্রেস হিজলি এবং নিমপুরা স্টেশন দিয়ে যাতায়ত করবে। ১১ জোড়া হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন বালিচক পর্যন্ত যাবে।
রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খড়গপুর স্টেশন দিয়ে কোনও ট্রেন চলাচল করবে না। ওই দিন ৪৩টি মেল এক্সপ্রেস, ১টি স্পেশ্যাল ট্রেন, ১২টি প্যাসেঞ্জার ট্রেন, ১৩ MEMU ট্রেন, ৪০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৮ জোড়া হাওড়া মেদিনীপুর লোকাল বালিচক পর্যন্ত যাবে।
খড়গপুরে নতুন ইন্টার লকিং পরিষেবা চালু করতে আজ থেকে রবিবার পর্যন্ত ওই শাখায় নিয়ন্ত্রিত থাকবে ট্রেন চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2017 10:45 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -