নতুন জেলা ঝাড়গ্রামেও সবুজের জয়জয়কার। জেলা পরিষদের ১৬টি আসনের ১৩টি পেয়েছে তৃণমূল। ৩টি আসন গিয়েছে বিজেপির দখলে। ৮টি পঞ্চায়েত সমিতির ৬টি তৃণমূলের দখলে। ২টি পেয়েছে বিজেপি। অন্যদিকে, ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪৩টিতে জয়ী তৃণমূল। বিজেপির ঝুলিতে গিয়েছে ২৪টি গ্রাম পঞ্চায়েত। নির্দলদের দখলে গিয়েছে একটি গ্রাম পঞ্চায়েত। ১১টি গ্রামপঞ্চায়েত ত্রিশঙ্কু।
উত্তর দিনাজপুর, মালদা ও হাওড়া জেলা পরিষদ দখল তৃণমূলের। উত্তর দিনাজপুর জেলা পরিষদের ২৬টির মধ্যে ৩টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিল তৃণমূল। লড়াই হয় ২৩টি আসনে। এর মধ্যে ২১টি পেয়েছে তৃণমূল। ১টি করে আসনে জয়ী ফরওয়ার্ড ব্লক ও বিজেপি। মালদায় লড়াই হয় জেলা পরিষদের ৩৭টি আসনে। এর মধ্যে ২৯টি তৃণমূলের ঝুলিতে গিয়েছে। বিজেপি পেয়েছে ৬টি ও কংগ্রেস পেয়েছে ২টি আসন। অন্যদিকে হাওড়ায় জেলা পরিষদের ৪০টি আসনের মধ্যে ৩৯টি আসন পেয়েছে তৃণমূল। একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী।
পুরুলিয়া জেলা পরিষদও দখল করল তৃণমূল। মোট ৩৮টি আসনের মধ্যে তৃণমূলের ২৫। বিজেপির দখলে গেল ১০টি আসন। ৩টি আসন গেল কংগ্রেসের ঝুলিতে।