দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: পারিবারিক বিবাদে শিশুর চোখে অ্যাসিড! একাধিক হাসপাতালে হয়রানির অভিযোগ। শেষমেশ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিশুকন্যা। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর।
ঘটনার সূত্রপাত গত ৩ তারিখ। মায়ের অভিযোগ, ৬ মাসের শিশুকন্যাকে নিয়ে ঘরে শুয়েছিলেন তিনি। রাতে আচমকা ঘরে ঢুকে মুখ চেপে ধরে দেওর। সিরিঞ্জ দিয়ে অ্যাসিড দিয়ে দেয় শিশুর চোখে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হন তিনি।
দম্পতির অভিযোগ, পরের দিন সকালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে এলেও শিশুকে ভর্তি নেয়নি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। রেখার করা হয় এনআরএস-এ। সেখান থেকে এসএসকেএম। এসএসকেএম থেকে কলেজস্ট্রিটের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি।
শেষমেশ, সোমবার শিশুটিকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্তৃপক্ষের দাবি, যখনই এসেছে তখনই ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডেপুটি সুপার বিমলেন্দু সাহা বলেন, শিশুটির অবস্থা ক্রিটিকাল। বাঁদিকের চোষ নষ্ট হয়ে গিয়েছে। ডান চোখের কতটা দৃষ্টি ফিরবে তা নিয়ে সন্দেহ আছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবকও। পুলিশ জানতে পেরেছে, একাধিক বিয়ে করেছেন শিশুর বাবা। ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন তিনি। ওই ব্যক্তির এক স্ত্রীর অভিযোগ, নিজেই ওই কাজ করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, কে এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পারিবারিক বিবাদে ৬ মাসের শিশুকন্যার চোখে ‘সিরিঞ্জ দিয়ে অ্যাসিড’ দিল কাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2017 10:01 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -