হুগলি: রাতের মধ্যেই নাকি মাথায় দেখা দিয়েছে জটা! মহালয়ার পুণ্যতিথিকে ঘরে এসেছেন সাক্ষাৎ মহাদেব-- গুজব ছড়িয়ে পড়তেই জমজমাট ভিড়। মহালয়ার পুণ্যতিথিতে শুরু হুজুগের 'শিবে'র পুজো! কলেজপড়ুয়াকে পুজো করার ধুম হুগলির আদর্শনগরে।


হুগলি স্টেশন সংলগ্ন আদর্শনগরে থাকেন খন্যান কলেজের ছাত্র বাপি পাসোয়ান। মায়ের দাবি, গভীর রাতে হঠাত্‍ শুরু হয় ছেলের মাথার যন্ত্রণা। লক্ষ্য করেন, মাথায় দেখা দিয়েছে লম্বা জটা।

পরিবার বা প্রতিবেশীরা যাই বলুন, অন্য কথা বলছেন যুক্তিবাদীরা।

বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, এভাবে কৈলাস থেকে মহাদেবের আবির্ভাব তো দূরের কথা, রাতের মধ্যে মাথাজুড়ে জটার আবির্ভাব স্রেফ বুজরুকি।

ক’দিন আগেই ভেসে আসা নৌকাকে বেহুলার ভেলা বিশ্বাস করে জমজমাট মেলা বসেছিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে।

পুরুলিয়ার ভুল গ্রামে কেটে ফেলা গাছ সোজা হয়ে দাঁড়িয়েছে দাবি করে, দেবজ্ঞানে পুজো শুরু করেন গ্রামবাসীরা।

বন্ধ মন্দিরের ভিতর থেকে ঘণ্টাধ্বনি, মন্ত্র পাঠ শোনার দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের ইলামবাজারে।

এবার মহালয়ার দিন হুগলির আদর্শনগরে শিবের জটা গজানোর বুজরুকির ঘটনা প্রকাশ্যে এল।