PM Modi Haldia Petrochem Live Updates: ‘বাংলাকে আবার সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়তে চাই’, হলদিয়া পেট্রোকেমের অনুষ্ঠানে মোদি

বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধন করেন মোদি। হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Feb 2021 05:49 PM
PM Modi At Haldia Petrochem: ‘বাংলাকে আবার সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়তে চাই’, হলদিয়া পেট্রোকেমের অনুষ্ঠানে মোদি



‘নতুন প্রকল্প চালু হলে সেই সমস্যা মিটবে, কর্মসংস্থান বাড়বে। বাংলাকে আবার সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়তে চাই।’
PM Modi At Haldia Petrochem: 'প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পে শিল্পায়ন হবে, কর্মসংস্থান বাড়বে’, হলদিয়া পেট্রোকেমে মোদি



‘পূর্ব ভারতে গ্যাসের অভাবে শিল্পায়ন ধাক্কা খাচ্ছিল। নতুন প্রকল্প চালু হলে সেই সমস্যা মিটবে, কর্মসংস্থান বাড়বে।’
PM Modi At Haldia Petrochem: 'প্রাকৃতিক গ্যাস লাইনে দূষণের মাত্রা কমবে, মানুষ উপকৃত হবেন’, হলদিয়া পেট্রোকেমে মোদি



‘প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পে বহু মানুষ উপকৃত হবেন। প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের জন্য দূষণের মাত্রা কমবে।’
PM Modi At Haldia Petrochem: 'এক দেশ, এক গ্যাস গ্রিড-এর প্রয়োজন’, হলদিয়া পেট্রোকেমে মোদি



‘নতুন প্রকল্পে হলদিয়ায় ছবিটাই বদলে যাবে। এক দেশ, এক গ্যাস গ্রিড-এর প্রয়োজন রয়েছে। বাংলা সহ পূর্বভারতের আর্থ সামাজিক ছবি বদলে যাবে। আমদানি-রফতানি ক্ষেত্রে গুরুত্ব বাড়বে হলদিয়ার।’

প্রেক্ষাপট

হলদিয়া: হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি।

বিপিসিএলের এলপিজি টার্মিনাল,  ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধন করেন মোদি। হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যরাল জগদীপ ধরকড়ও। এর আগে, হলদিয়া প্যারেড গ্রাউন্ডে একটি রাজনৈতিক সভাও করেন তিনি।

রবিবার সন্ধে ৬টা ২০-তে দিল্লির উদ্দেশে রওনা হবেন নরেন্দ্র মোদি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.