Narendra Modi Kharagpur Rally LIVE ‘দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি’, খড়গপুরে মোদি

Narendra Modi Kharagpur Rally LIVE Updates খড়গপুর সদরে হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণকে প্রার্থী করেছে বিজেপি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Mar 2021 10:55 AM

প্রেক্ষাপট

রাজ্যে প্রথম দফা ভোট ২৭ মার্চ। তার এক সপ্তাহ আগে আজ ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে...More

PM Modi Kharagpur Rally LIVE: ‘দিদি বলছেন খেলা হবে, বাংলা বলছে খেলা শেষ হবে’, খড়গপুরে মোদি

খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,‘দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।’