Narendra Modi Kharagpur Rally LIVE ‘দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি’, খড়গপুরে মোদি
Narendra Modi Kharagpur Rally LIVE Updates খড়গপুর সদরে হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণকে প্রার্থী করেছে বিজেপি
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,‘দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। ২০১৮-য় পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেব না। পুলিশ প্রশাসনকে বুঝতে হবে গণতন্ত্রের থেকে কিছু বড় নয়। আপনারা এবার আশ্বস্ত থাকুন, এবার নির্ভয়ে ভোট দিন।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাংলায় এখন মাফিয়া উদ্যোগ চলছে। কংসাবতী নদীর অবৈধ বালি খনন কার সঙ্গে যুক্ত সবাই জানে। বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘একদিকে দেশ সিঙ্গল উইনডো সিস্টেমের দিকে এগিয়ে চলেছে। কিন্তু বাংলায় অন্যরকমের সিঙ্গল উইনডো চলছে। বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো। এই উইনডো না পেরোলে বাংলায় কিছু হয় না।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,‘বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নয়নই বন্ধ হয়ে আছে। কংগ্রেস, বাম, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দিদি বাংলার যুব সমাজের জন্য চিন্তা করেন না। আমি বাংলার যুব সমাজকে প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিকে আর যুব সমাজের সঙ্গে খেলতে দেব না। দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দিদির পাঠশালায় অরাজকতার শিক্ষা দেওয়া হয়। দেশে প্রায় ৩৫ বছর পর নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে। গোটা দেশে এই নতুন শিক্ষানীতির প্রশংসা করা হচ্ছে। স্থানীয় ভাষায় লেখাপড়ায় জোর দেওয়া হয়েছে। আমরা চাই গরিবের সন্তানও ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ভাষার জন্য তাঁদের স্বপ্ন ভেঙে যায়। কিন্তু দিদি তারও বিরোধিতা করছেন। দিদির সরকার নতুন শিক্ষানীতি প্রণয়নে বাধা দিচ্ছেন।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। ‘দিদির পাঠশালা হল নির্মমতা, কাটমানি, সিন্ডিকেটের। ‘দিদির পাঠশালায় অরাজকতার শিক্ষা দেওয়া হয়।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়ে। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। একবার আশীর্বাদ দিন, আসল পরিবর্তন আনবে বিজেপি। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘সাঁওতাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রানি রাসমণির।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘সাঁওতাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রানি রাসমণির। ‘মানুষের এই উৎসাহ বলছে, বাংলায় এবার বিজেপি সরকার।’
খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা বিজেপির। বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। বলেন, বাংলায় সন্ত্রাসের রাজনীতি তৃণমূলের। দুয়ারে নয়, বাংলায় হুইলচেয়ারে সরকার।
প্রধানমন্ত্রীর সভার আগে খড়গপুরে তাঁর ছবি দেওয়া পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ খড়গপুর বিএনআর ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি। তার আগে খড়গপুর শহরে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার-ব্যানার লাগানো হয়। আজ সকালে দেখা যায়, সভাস্থলের কাছে বেশ কিছু পোস্টার-ব্যানার ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। নেপথ্যে তৃণমূল, দাবি গেরুয়া শিবিরের। দিলীপ ঘোষের কটাক্ষ, তৃণমূল পোস্টার ছেঁড়ার দলে পরিণত হয়েছে। হারের ভয়ে দিশাহারা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দিল্লি থেকে বিমানে সরাসরি কলাইকুণ্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। এরপর কপ্টারে চড়ে নামবেন খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে পৌঁছবেন সভাস্থলে। সভা শেষে আজই দিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রেক্ষাপট
রাজ্যে প্রথম দফা ভোট ২৭ মার্চ। তার এক সপ্তাহ আগে আজ ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা করবেন তিনি। দিল্লি থেকে বিমানে সরাসরি কলাইকুণ্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। এরপর কপ্টারে চড়ে নামবেন খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে।সেখান থেকে গাড়িতে পৌঁছবেন সভাস্থলে। সভা শেষে আজই দিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -