PM Modi Purulia Rally LIVE: ‘২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে’, জনসভায় মোদি

Narendra Modi Purulia Rally LIVE Updates ‘দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে’, বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Mar 2021 10:46 AM

প্রেক্ষাপট

ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা নাগাদ পুরুলিয়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে জনসভা করবেন তিনি। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে...More

PM Modi Purulia Rally LIVE: ‘২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে’, জনসভায় মোদি

ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘বাংলার প্রশাসনকে বলব গণতন্ত্র যেন বজায় থাকে। বিজেপি ক্ষমতায় এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন ফিরিয়ে আনা হবে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। এই বার ভয় নয়, শুধু জয়।’