PM Modi Purulia Rally LIVE: ‘২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে’, জনসভায় মোদি
Narendra Modi Purulia Rally LIVE Updates ‘দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে’, বললেন প্রধানমন্ত্রী
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘বাংলার প্রশাসনকে বলব গণতন্ত্র যেন বজায় থাকে। বিজেপি ক্ষমতায় এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন ফিরিয়ে আনা হবে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। এই বার ভয় নয়, শুধু জয়।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অপরাধ হয়, অপরাধী আছে, কিন্তু জেলে নেই। সিন্ডিকেট আছে, দুর্নীতি আছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয় না। কাল রাত উত্তর ২৪ পরগনায় বেশ কিছু জায়গায় বোমাবাজি হয়েছে। টার্গেট করা হচ্ছে বিজেপি কর্মীদের। এই মাফিয়ারাজ আর চলবে না।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘বাংলার দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে সঙ্গে নেননি মমতা। আমফানের জন্য কেন্দ্রীয় সাহায্যেও কাটমানি। আদিবাসীদের কল্যাণে সচেষ্ট কেন্দ্র। অটল সরকার আদিবাসীদের কল্যাণে আলাদা মন্ত্রক বানিয়েছিল। বাংলায় দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া ৩৬ লক্ষ মানুষ উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। কেন্দ্রের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর দিদির বাংলায় টিএমসি মানে ট্রান্সফার মাই কমিশন। জনধন অ্যাকাউন্ট নিয়েও ভয় পান মমতা। চুরির খেলা চলবে না।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘তোষণের রাজনীতির এটা বড় পরিবর্তন। বাংলায় অনুপ্রবেশের পিছনে একটাই রাজনীতি তোষণ। লোকসভায় তৃণমূল হাফ, বিধানসভায় পুরো সাফ।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দিদি আমার ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপি নেতাদের ওপর রাগ দেখাচ্ছেন দিদি। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদির চোট লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দেশের সেনাদের বিরুদ্ধেও কথা বলেছেন। পুলওয়ামা হামলার পর কার সঙ্গে মমতা ছিলেন, সবাই জানেন। বাটলা হাউস এনকাউন্টারে জঙ্গির গুলিতে মৃত্যু হয় জওয়ানের। তখন এনকাউন্টারের সমালোচনা করেছিলেন মমতা।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘ব্রিগেডের সভার পরে কী হচ্ছে দেশের মানুষ দেখছে। ১০ বছর ধরে তোষণের রাজনীতি। এখন মমতার যেন বদল হয়েছে মনে হচ্ছে। সবধরণের খেলা খেলুন, কিন্তু বাংলার মানুষ কিছু ভুলে যায় না। গাড়ি থেকে নেমে কজন মানুষকে ধমকেছিলেন ? তোষণের রাজনীতির জন্য সবধরণের কাজ মানুষ মনে রেখেছে।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘বাংলার বিকাশ ছেড়ে খেলায় চিন্তা দিদির। এবার বাংলার মানুষ দিদির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ১০ বছর ধরে দুর্নীতি হয়েছে, এবার মানুষ সাজা দেবে তৃণমূলকে।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে প্রত্যেক ঘরে কল হবে, মিলবে পানীয় জল। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে। দিদি ও দিদি....., বাংলার মানুষকে নিয়ে ১০ বছর খেলেছেন। খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে মহিলাদের উত্থান হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে যুবশক্তির বিকাশ হবে।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘বাংলার মানুষ বলছে অত্যাচার অনেক করেছ দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র, রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে করবে তোমায় পরাস্ত।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় সেখানে জল সঙ্কট কমেছে। বাংলার প্রতিটি প্রান্তকে রেলের সঙ্গে যুক্ত করাই লক্ষ্য। ২ মে-র পর বাংলায় বিজেপির সরকার।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে একটি সেতুও তৈরি করতে পারেনি তৃণমূল। এখন বলছে উন্নয়নের কথা। বাংলা বিজেপি ক্ষমতায় এসে আগে এই সমস্যার সমাধান করবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার। দিল্লির ইঞ্জিন ও বাংলার ইঞ্জিন সরকার এলে পুরুলিয়ায় বিকাশ হবে। পুরুলিয়ায় পর্যটনের উন্নতিতে কোনও কাজ হয়নি।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘আগে বামেদের সরকার, এখন তৃণমূল সরকার কেউ কিছু করেনি। তৃণমূল সরকার নিজের খেলাতেই মত্ত। পুরুলিয়ায় জলসঙ্কট ভরা জীবন দিয়েছে তৃণমূল সরকার। পুরুলিয়ায় শুধু ভেদাভেদের রাজনীতি তৃণমূলের। ৮ বছর পরেও পুরুলিয়ায় জল প্রকল্প হয়নি। এর জবাব কে দেবে দিদি ? পুরুলিয়ার মানুষ জবাব চায়। কাজের হিসেব দিন দিদি।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘জঙ্গলমহলে পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়ে ধন্য। পুরুলিয়ায় অযোধ্যা নামে গ্রাম পঞ্চায়েত আছে। পুরুলিয়ায় জলসঙ্কট বড় সমস্যা। পুরুলিয়ায় চাষবাসের জন্য পরিমাণমত জল পাওয়া যায় না।’
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। শহিদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানান নরেন্দ্র মোদি।
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী।এদিন সকাল ১০টা ৪০-এ অন্ডাল বিমানবন্দরে পৌঁছন নরেন্দ্র মোদি। সেখান থেকে কপ্টারে পুরুলিয়ায় পৌঁছন মোদি। হুটমুড়া ময়দানের হেলিপ্যাডে পৌঁছে পুরুলিয়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে সভাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী।
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী।এদিন সকাল ১০টা ৪০-এ অন্ডাল বিমানবন্দরে পৌঁছন নরেন্দ্র মোদি। সেখান থেকে কপ্টারে পুরুলিয়ায় পৌঁছন মোদি। হুটমুড়া ময়দানের হেলিপ্যাডে পৌঁছে পুরুলিয়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী।
পুরুলিয়ায় মোদির সভা ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উন্মাদনা। কেউ গায়ে এঁকেছেন পদ্মফুল। কেউ আবার গ্রাম সড়ক যোজনার বিজ্ঞাপন গায়ে এঁকে ঘুরে বেড়াচ্ছেন। বিজেপি কর্মী-সমর্থকদের অনেকের গায়ে লেখা জয় শ্রীরাম স্লোগান।
আজ পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে আসার আগে রাতে বাংলায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটে লেখা, ১৮ মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপির সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।
প্রেক্ষাপট
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা নাগাদ পুরুলিয়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে জনসভা করবেন তিনি। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে জেলায় জমি ধরে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে পদ্ম শিবির। গত সোমবার পুরুলিয়ায় জোড়া সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দু’ দিনের মধ্যেই এই জেলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -