কলকাতা: আজ ভাইফোঁটা। করোনা পরিস্থিতির জেরে এবছর কিছুটা ফিকে বাঙালির উৎসবের মরশুমের এই শেষ দিনটা। তবুও ভাই বোনের এই দিনটাতে আনন্দে মাতলেন রাজনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য তারকারা। শুভেচ্ছা জানাবার মাধ্যম হিসাবে বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকেই। আজ ট্যুইটারে ভাইফোঁটার শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।


আজ ভাইফোঁটায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  তিনি ট্যুইটে লেখেন,  আজ ভাইফোঁটা। সকল ভাই ও বোনেদের শুভেচ্ছা।  বাংলা, ইংরেজি ও হিন্দি, তিন ভাষাতেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মমতা। যদিও এবারের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গেল না চিরাচরিত ছবি।

অন্যদিকে আজকের দিনটি উদযাপন করলেন নেতা মন্ত্রীরাও। চেতলা অগ্রণী ক্লাবে আয়োজন করা হয় ভাইফোঁটার অনুষ্ঠানের।  সেখানে যোগ দেন মন্ত্রী তথা তৃণমূলনেতা ফিরহাদ হাকিম।  ফিরহাদ উপহার দিলেন বোনকে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও নাতি ও অন্য আত্মীয়দের সঙ্গে সামিল হলেন ভাইফোঁটায়। নিজের বাড়িতেই ফোঁটা নিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

বাদ গেলেন না বিরোধী দলের নেতা নেত্রীরাও। আজ নিজের পার্টি অফিসে ফোঁটা নিলেন বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। আজ কালীঘাটে গিয়ে সেখানকার হকার ও দোকানদারদের ভাইফোঁটা দেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।