তৃণমূলে আগে কিছু নেতার অক্সিজেন কম ছিল, এখন সকলের কমে গেছে, কটাক্ষ দিলীপের

বাংলাকে বিজেপি গুজরাত বানাবে। দাবি বিজেপির রাজ্য সভাপতির। দিলীপ ঘোষ বলেন, ‘অন্য কোথাও যাতে রাজ্যের বাসিন্দাদের চাকরির জন্য যেতে না হয়, তার জন্য বাংলাকে গুজরাত তৈরি করবে বিজেপি।’ তিনি জানান, টাটারা ফিরে গিয়েছে আর অন্য কাউকে ফিরতে দেওয়া হবে না।

Continues below advertisement
বারাসাত: তিনি হাতে অক্সিজেন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।  তৃণমূলে যাঁদের দমবন্ধ হয়ে আসছ তাঁরা বিজেপিতে আসতে পারেন।  বারাসাতে এক কর্মসূচিতে এই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পাশাপাশি নাম না করে অনুব্রত মণ্ডলকেও তীব্র কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেছেন, ‘অনেক এমএলএ বলছে আমি আর ভোটে দাঁড়াব না। আর টিএমসি করব না। কেন? কামানো হয়ে গেছে? নাকি দমবন্ধ হয়ে যাচ্ছে? আমি বলেছিলাম কোনও ভদ্রলোক তৃণমূলে থাকতে পারবে না। যাদের শ্বাসবন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নেওয়ার জন্য বিজেপিতে আসুন। অক্সিজেন নিয়ে ঘুরছি আমরা। আগে তো কিছু নেতার অক্সিজেন কম ছিল, এখন সবার অক্সিজেন কম হয়ে গেছে।’ উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। বারাসাতের কলোনি মোড়ে প্রাতঃভ্রমণ সেরে রাজনীতির কথা বলতে গিয়েই তিনি জ্যোতিপ্রিয়র নাম টেনে আনেন।  দিলীপ ঘোষের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রেই দাঁড়াবেন জ্যোতিপ্রিয়, সেখানেই বিজেপি তাঁকে হারাবে। বাংলাকে বিজেপি গুজরাত বানাবে।  দাবি বিজেপির রাজ্য সভাপতির।  দিলীপ ঘোষ বলেন, ‘অন্য কোথাও যাতে রাজ্যের বাসিন্দাদের চাকরির জন্য যেতে না হয়, তার জন্য বাংলাকে গুজরাত তৈরি করবে বিজেপি।’ তিনি জানান, টাটারা ফিরে গিয়েছে আর অন্য কাউকে ফিরতে দেওয়া হবে না।
Continues below advertisement
Sponsored Links by Taboola