Live Updates: বর্ধমান স্টেশনে বিপর্যয়, আহত একজনের অবস্থা সঙ্কটজনক, পাঠানো হল ভেন্টিলেশনে

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশনে প্রবেশ পথের সামনে ভবনের একাংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Jan 2020 11:04 PM
রেলের গাফিলতিতে দুর্ঘটনা, অভিযোগ মন্ত্রী স্বপন দেবনাথের
রেলের গাফিলতিতে দুর্ঘটনা, অভিযোগ মন্ত্রী স্বপন দেবনাথের
৩ সদস্যের তদন্ত কমিটি গঠন রেলের
বর্ধমান স্টেশনে ধ্বংসস্তুপের নীচে কেউ আটকে নেই, জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুমিত শর্মা
বর্ধমান স্টেশনে ধ্বংসস্তুপের নীচে কেউ আটকে নেই, জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুমিত শর্মা
বর্ধমান স্টেশনের মূল ভবনটি ঘিরে রেখেছে জিআরপি-আরপিএফ
বর্ধমান স্টেশনের এক ও দু’নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বন্ধ ট্রেন চলাচল
আহত হোপনা টু়ডু, বাড়ি ঝাড়খণ্ডে
রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনা, অভিযোগ অধীর চৌধুরীর
ভাড়া বাড়ছে কিন্তু রেলের পরিষেবা খারাপ হচ্ছে, মন্তব্য অধীর চৌধুরীর
বর্ধমান স্টেশনে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক
বর্ধমান স্টেশনের ঘটনায় আহত ২, ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজে
বর্ধমান স্টেশনে বিপর্যয়ের পর হেল্পলাইন চালু করল রেল। নম্বরগুলি হল,
০৩৩-২৬৪১১৬৬১
০৩৩-২৬৪১৩৬৬০
০৩৩-২৬৪০২২৪১
০৩৩-২৬৪০২২৪২
০৩৩-২৬৪০২২৪৩
বর্ধমান স্টেশনে বিপর্যয়ের পর হেল্পলাইন চালু করল রেল। নম্বরগুলি হল,
০৩৩-২৬৪১১৬৬১
০৩৩-২৬৪১৩৬৬০
০৩৩-২৬৪০২২৪১
০৩৩-২৬৪০২২৪২
০৩৩-২৬৪০২২৪৩
বর্ধমান স্টেশনে বিপর্যয়ের পর হেল্পলাইন চালু করল রেল। নম্বরগুলি হল,
০৩৩-২৬৪১১৬৬১
০৩৩-২৬৪১৩৬৬০
০৩৩-২৬৪০২২৪১
০৩৩-২৬৪০২২৪২
০৩৩-২৬৪০২২৪৩
বর্ধমান স্টেশনে বিপর্যয়ের পর হেল্পলাইন চালু করল রেল। নম্বরগুলি হল,
০৩৩-২৬৪১১৬৬১
০৩৩-২৬৪১৩৬৬০
০৩৩-২৬৪০২২৪১
০৩৩-২৬৪০২২৪২
০৩৩-২৬৪০২২৪৩

প্রেক্ষাপট

বর্ধমান: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশনে  প্রবেশ পথের সামনে ভবনের একাংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে  ধ্বংসস্তূপে কেউ আটকে থাকার আশঙ্কা কম। তবে ধ্বংসস্তুপ সরানোর পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ধ্বংসস্তুপ সরিয়ে দেখছেন উদ্ধারকারীরা। রাত আটটা নাগাদ বর্ধমান স্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ে।  এই ঘটনায় কয়েকজন আঘাত পান। তাঁদের মধ্যে ২ জনকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। অফিস ফেরত সময়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

পুরো জায়গা পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ, দমকল বাহিনী, আরপিএফ ঘটনাস্থলে রয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.