সিঙ্গুরে ফের শিল্প-সম্ভাবনা? জল্পনা বাড়িয়ে এখনই ভাঙা হচ্ছে না কারখানার শেড
ABP Ananda, web desk
Updated at:
08 Sep 2016 05:54 AM (IST)
NEXT
PREV
সিঙ্গুর: সিঙ্গুরে ফের শিল্প-সম্ভাবনা? জমি ফেরত পাওয়ার মুখে দাঁড়িয়েও শিল্পের পক্ষে সওয়াল করেছেন সিঙ্গুরের কৃষকদের একাংশ। এই পরিস্থিতিতে শিল্প সম্ভাবনার কথা মাথায় রেখে, মুখ্যমন্ত্রী ফিরে আসার পর অন্য কোনও প্রেক্ষিত তৈরি হয় কি না, তা খতিয়ে দেখতেই গতকাল পাওয়ার স্টেশন স্থানান্তর প্রক্রিয়া শ্লথ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, শিল্প সম্ভাবনার কথা মাথায় রেখেই এখনই ভেঙে ফেলা হচ্ছে না কারখানার শেড। ভাঙা হচ্ছে না কারখানার অন্য নির্মাণও। এদিকে, সিঙ্গুরে আজ সপ্তম দিনেও ফাঁকা জমি পরিষ্কার করে জোরকদমে চলছে প্লটিংয়ের কাজ। এপর্যন্ত আড়াইশো একর জমি পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৭০-১৮০ একর জমিতে আল দিয়ে, খুঁটি পুঁতে চিহ্নিতকরণের কাজ শেষ। জমি চিহ্নিতকরণের পর ৮০ একর জমিতে কৃষকপিছু প্লটভিত্তিক বণ্টনের প্রস্তুতির কাজও সম্পূর্ণ।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -