বাঁকুড়া: কেন্দ্রের নতুন কৃষিনীতির ফলে আলু-পেঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, অদূর ভবিষ্যতে রাজ্যে আলু-সঙ্কট তৈরকি হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।


মঙ্গলবার, বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের নতুন আইনে কালোবাজারি বেড়ে গেছে। আলু-পেঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে। রাজ্যের আলু ফুরিয়ে গেলে কী করা যাবে জানি না।’


এর পাশাপাশি, জনসংযোগ নিয়ে সরকার যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তাও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। বলেন, লোকজনের অভাব-অভিযোগ নিয়ে আলাদা সেল গড়েছি।


বন দফতরের কাজ নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বনদফতরের কাজ ৮৭%-এর বেশি পড়ে আছে। হাতির হানায় কেউ মারা গেলে পরিবারের একজনকে চাকরি দিতে হবে।


পাশাপাশি, জাতি শংসাপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, কোনও জাতিগত শংসাপত্রের আবেদন ফেলে রাখা যাবে না। পরিবারের একজনের শংসাপত্র থাকলেই দিতে হবে।’


মমতা আরও বলেন, ‘রাজ্যে আড়াই লক্ষ নতুন রাস্তা তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে রাস্তা সারাইয়ের কাজ শেষ করতে হবে।’


বাঁকুড়া নিয়েও একাধিক উদ্যোগের কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। বলেন, ‘বাঁকুড়ায় করোনার টেস্টিং বাড়াতে হবে। এখন বাঁকুড়ায় ৮৫ শতাংশ মানুষ বাড়িতে জল পান। আগে এখানকার মাত্র ১৫ শতাংশ মানুষ জল পেতেন।’