ক্যানিং: ভগ্নিপতির বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধা। ‍ক্যানিংয়ের উত্তর তালদিতে অন্তঃসত্ত্বাকে লাথি মেরে ভ্রূণ নষ্ট করে দেওয়ার অভিযোগ বোনের শ্বশুরবাড়ির বিরুদ্ধে।


দিল্লির বাসিন্দা তিনমাসের অন্তঃসত্ত্বা মহিলা কয়েকদিন উত্তর তালদিতে মাসির বাড়ি বেড়াতে আসেন। তিনি জানতে পারেন, স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় মাসতুতো বোন সন্ধ্যা মণ্ডলকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ৯ জুলাই স্বামী রাকেশ মণ্ডলকে নিয়ে বোনের শ্বশুরবাড়িতে যান অন্তঃসত্ত্বা ওই মহিলা। অভিযোগ, ভগ্নিপতির বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ জানালে ভগ্নিপতি জ্যোতিষ মণ্ডল, বোনের শ্বশুর-শাশুড়ি সুধীর মণ্ডল ও কমলা মণ্ডল তাঁকে মারধর শুরু করে। পেটে লাথিও মারা হয় বলে অভিযোগ।

অন্তঃসত্ত্বা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ১০ জুলাই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাঁর গর্ভপাত করানো হয়। ১০ জুলাই ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।