হুগলি: হুগলি জেলে বন্দিদের তাণ্ডব। প্রেসিডেন্সি থেকে স্থানান্তরের পর তল্লাশির সময় পুলিশকে আক্রমণ। ভাঙচুর, আগুন। আহত বেশ কয়েকজন পুলিকর্মী। পরিস্থিতি নিয়নন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধে ৬টা নাগাদ। জেল সূত্রে খবর, চুঁচুড়া আদালতে তোলার পর হুগলির ত্রাস নেপু গিরি সহ ১১জন বন্দিকে হুগলি জেলা সংশোধনাগারে আনা হয়।
সেলে ঢোকানোর আগে পরীক্ষার সময় ওই বন্দিরা ঝাঁপিয়ে পড়ে পুলিশকর্মীদের ওপর। শুরু হয় ভাঙচুর, মারধর। অন্যান্য পুলিশকর্মীরা ছুটে এলে বন্দিদের সঙ্গে শুরু হয়ে যায় সংঘর্ষ।
এরপরই জেলের মধ্যে আগুন লাগিয়ে দেয় বন্দিরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসেল সেল ফাটায় পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন চন্দননগর কমিশনারেটের কমিশনার সহ বিশাল বাহিনী। নামানো হয় র্যাফ। আসে দমকল।
ঘটনায় আহত হয়েছেন ৮ জন পুলিশকর্মী। তাঁদের চিকিৎসা চলছে। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
হুগলি জেলে বন্দিদের তাণ্ডব, ভাঙচুর, আগুন, আহত পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2018 11:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -