আসানসোল:  চিকিৎসার গাফিলতিতে এক শিশু-সহ ২ জনের মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের আসানসোলের বেসরকারি হাসপাতাল চত্বর। পুলিশের সামনেই হাসপাতালে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।



গতকাল এইচএলজি হাসপাতালে ভর্তি হয় একটি শিশু ও এক প্রৌঢ়। অভিযোগ, রাতেই চিকিত্সার গাফিলতিতে মৃত্যু হয় ৬ মাসের শিশু ও বছর ৫০-এর ওই প্রৌঢ়ের। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশের সামনেই হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান স্থানীয়রা। ভাঙা হয় কাচের দরজা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।