প্রদ্যোৎ সরকার, নদিয়া: প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রধানের ছেলে। নদিয়ার কালীগঞ্জের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে খেলনা বন্দুক বলে দাবি করেছে পুলিশ। তৃণমূল নেতার ছেলে বলেই ছাড়, কটাক্ষ করেছে বিজেপি। পাশাপাশি থানায় বন্দুক জমা দিয়ে ক্ষমা চেয়েছে ছেলে, সাফাই তৃণমূল প্রধানের।
ঠিক যেন সিনেমা। বন্দুক হাতে হুড খোলা গাড়ি থেকে নামলেন কালো পোশাক পরা তরুণ। চোখে সানগ্লাস। এর পর চাবির রিঙের মতো ট্রিগারের খাঁজে আঙুল ঢুকিয়ে পিস্তল ঘোরাতে ঘোরাতে নায়কের স্টাইলে দাঁড়ালেন সঙ্গীদের নিয়ে। ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক।
বন্দুক হাতে দাদাগিরি ছবি দেখে বোঝা যাচ্ছে, নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টোল প্লাজার কাছে এই ভিডিওটি শ্যুট করা হয়। তরুণ আর কেউ নন, নদিয়ার কালীগঞ্জের দেবগ্রাম পঞ্চায়েতের প্রধান মহিরুদ্দিন শেখের ছেলে। দাপুটে তৃণমূল নেতার ছেলের আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়ানোর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।
বিজেপির কটাক্ষ, অভিযুক্ত তরুণ তৃণমূল প্রধানের ছেলে, তাই পুলিশ তাঁকে ছাড় দিয়েছে। নদিয়া জেলা উত্তরের বিজেপির তপশিলি মোর্চা সভাপতি অনুপকুমার মণ্ডল বক্তব্য, বিজেপির কেউ করলে এতদিনে গ্রেফতার হয়ে যেত। যেহেতু তৃণমূল প্রধানের ছেলে তাই ওটা খেলনা পিস্তল হয়ে গিয়েছে। ভিডিওতে ছেলের হাতে খেলনা বন্দুক ছিল বলে দাবি করে এনিয়ে রাজনীতি করার পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল প্রধান।
কালীগঞ্জ দেবগ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও প্রধান মহিরুদ্দিন শেখ জানিয়েছেন, ওটা খেলনা পিস্তল। থানায় জমা দিয়ে ভুল স্বীকার করেছে। প্রধানের ছেলে বলেই এই বিতর্ক। নদিয়ার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় জানিয়েছেন, আজকালকার ছেলে খেলনা পিস্তল নিয়ে ফোটোশ্যুট করাটা সাধারণ মানুষ বিচার করবে। ছেলেটা ভাল। তবে আমরা সমর্থন করি না। পুলিশও দাবি করেছে, ওটা খেলনা বন্দুক। জমা নেওয়ার পর তৃণমূল প্রধানের ছেলেকে সতর্ক করা হয়েছে।