রাজীব চৌধুরী, রঘুনাথগঞ্জ: চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নার্সিংহোমে ধুন্ধুমার। পরিবার সূত্রে খবর, গল ব্লাডারে স্টোনের সমস্যা থাকায় পাঁচদিন আগে নার্সিংহোমে ভর্তি করা হয় বছর পঁচিশের গৃহবধূকে। বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার হয়। আজ সকালে মৃত্যু হয় রোগিণীর। পরিবারের অভিযোগ, নার্সিংহোমে কোনও চিকিত্সক ছিলেন না। কী কারণে মৃত্যু তার সদুত্তর দিতে পারেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে নার্সিংহোমে গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভ হঠায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


পরিবারের অভিযোগ গল ব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে আকলিমা বিবি ৫ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন। গত দুদিন আগে তাঁর গল ব্লাডারে স্টোনের অপারেশন হয়। পরিবারের অভিযোগ চিকিৎসকের গাফিলতিতেই ওই মহিলার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আরও দাবি, কী কারণে মৃত্যু তা জানতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সদুত্তর মেলেনি। শাস্তির দাবি জানিয়ে এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।  মৃতের ভাই নওশাদ আলির কথায়, ৩ দিন আগে অপারেশন হয়। তারপর ডাক্তার দেখেনি। আজ ছুটি হওয়ার কথা ছিল। সকালে শুনি মারা গেছে। কী কারণে মারা গেছে বলছে না। উপযুক্ত শাস্তি চাই।


পাশাপাশি অন্যান্য রোগীর পরিবারের অভিযোগ নার্সিংহোমে ঠিক মতো চিকিৎসকদের দেখা মেলে না। এমনকী পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। তাই এই ঘটনা বলে দাবি সংশ্লিষ্টদের। এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রিন ভিউ নার্সিংহোম মালিক আখতারুল শেখের কথায়, সকালেও সুস্থ ছিলেন কী করে হল বোঝা যাচ্ছে না। গাফিলতি ছিল না। আমাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে। দুটো ডাক্তার দেখেছে। মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ঘটনাটা শুনেছি। তদন্তের নির্দেশ দিয়েছি।