রাম নবমী উপলক্ষ্যে অস্ত্র মিছিল হুগলির চাঁপদানিতে
ABP Ananda, Web Desk | 29 Mar 2018 08:34 AM (IST)
ভদ্রেশ্বর: রাম নবমী উপলক্ষ্যে হুগলির ভদ্রেশ্বরের চাঁপদানিতে অস্ত্র হাতে মিছিল বার করল হিন্দু জাগরণ মঞ্চ। গতকাল রাতে এই মিছিল বার করে তারা। পুলিশ সূত্রে খবর, অস্ত্র নিয়ে মিছিলের অনুমতি ছিল না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় মিছিলে গান বাজানোর অনুমতিও দেওয়া হয়নি। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু জাগরণ মঞ্চ গান বাজিয়ে, অস্ত্র হাতে মিছিল করে বলে অভিযোগ। মিছিলের উদ্যোক্তাদের বিরুদ্ধে এ জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।