কলকাতা: রাত পোহালেই মাস পয়লা। ক্যালেন্ডারের পাতায় শুরু ডিসেম্বর। কিন্তু শীতের আমেজ গায়ে মেখে সময় কাটানোর ফুরসত নেই। বরং মাসের শুরুতেই কপালে চিন্তার চওড়া ভাঁজ সরকারি কর্মীদের। এটিএম বা ব্যাঙ্কে মিলবে তো পর্যাপ্ত টাকা?

নিজের টাকা আসবে তো নিজের হাতে? মঙ্গল ও বুধবার মিলিয়ে মাইনে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। অ্যাকাউন্টে জমা পড়া টাকা হাতে পেতে এদিন তাই সরকারি কর্মীরা দফায় দফায় ধরনা দিয়েছেন নবান্নের এটিএমের সামনে।

নবান্নের ভেতরে ২টি এটিএম।

কর্মীদের অভিযোগ, প্রায় কোনও সময়ই একসঙ্গে সচল থাকছে না দু’টি। ফলে দীর্ঘ হচ্ছে লাইন, গভীর হচ্ছে চিন্তা।

চিন্তা আরও বাড়িয়েছে ২০০০ টাকার বড় নোট। এই নোট পেয়ে ভাঙানোর সমস্যার কথা বলেছেন অনেকেই। তবে কেউ কেউ ৫০০ টাকার নোটও পেয়েছেন।

মাইনে পড়ে গিয়েছে কর্মীদের অ্যাকাউন্টে। কিন্তু সেই টাকা হাতে পাওয়ার কী ব্যবস্থা নিয়েছে আরবিআই?রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, নগদের জোগান বাড়ানো হচ্ছে রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের শাখায়। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন শাখায় পাঠানো হয়েছে ১২৯০ কোটি টাকা।

সব মিলিয়ে, আরবিবাই-এর আশ্বাস, বৃহস্পতিবার থেকে উন্নতি হবে পরিস্থিতির।

আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ।