কলকাতা: দার্জিলিঙের সুকনায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। তিন সেনা অফিসারের মৃত্যু। আহত আরও এক জুনিয়র অফিসার।


প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, রুটিন উড়ান সেরে ফেরার পথে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সুকনার সামরিক ঘাঁটির অদূরেই ভেঙে পড়ে ‘চিতা’ কপ্টারটি।


কপ্টারে সওয়ার তিন সেনা অফিসারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এক সেনা আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক।


https://twitter.com/easterncomd/status/803874543009820676

নিহতরা হলেন মেজর সঞ্জীব লাথার, মেজর অরবিন্দ বাজালা এবং লেফটেন্যান্ট কর্নেল রজনীশ কুমার।


গুরুতর জখম অবস্থায় এক জুনিয়র কমিশনড অফিসারকে (জেসিও) সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ।