কোন্নগরে ভরসন্ধেয় তরুণীকে গুলি করে খুন, গ্রেফতার অভিযুক্ত
ABP Ananda, Web Desk | 13 Jul 2018 08:49 AM (IST)
কোন্নগর: ভরসন্ধেয় হুগলির কোন্নগরে শ্বশুরবাড়িতে ঢুকে গুলি করে স্ত্রীকে খুন করল ১ ব্যক্তি। ধৃতের নাম সুলতান আলি। বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর করে সে। বিবাহ বিচ্ছেদের মামলা করায় আক্রোশবশত খুন বলে অনুমান করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মৃতের বাবা অভিযোগ করেছেন, স্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অশালীন মন্তব্য করা এবং শ্বশুরবাড়িতে হামলা চালানোর অভিযোগে এর আগেও দু’বার গ্রেফতার হয় সুলতান। কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে সে ছাড়া পেয়ে যায়। এ নিয়ে তৃণমূল কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।