মেদিনীপুর: মেদিনীপুর শহরের সার্কিট হাউসে বৈঠক করতে গিয়ে বাধা। আর তাতেই মেজাজ হারালেন রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের সঙ্গে জুড়ে দিলেন বচসা। সার্কিট হাউসের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা শেষমেশ দরজা খুলে দেন। তারপর সেখানে বৈঠক করেন রূপা গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে মিছিল করেন সার্কিট হাউস মোড় থেকে এলআইসি মোড় পর্যন্ত।


বিজেপির লালবাজার অভিযানের সমর্থনে বুধবার রূপার নেতৃত্বে মেদিনীপুর শহরে মিছিল হয়। মিছিলের আগে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে সার্কিট হাউসে বৈঠক করতে যান রূপা বাধা দেয় কোতোয়ালি থানার পুলিশ। তখনই প্রথমে আইসি সুশান্ত রাজবংশী এবং তারপর পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সচিন মক্করের সঙ্গে বচসা শুরু করে দেন বিজেপি সাংসদ। শেষমেশ, দলের নেতা-কর্মীদের নিয়েই সার্কিট হাউসে ঢোকেন রূপা। সার্কিট হাউসের ভিতরে ঢুকে দেখেন, সেখানে আবার দরজা বন্ধ। এতে ক্ষোভে ফেটে পড়েন তিনি। রীতিমতো হুঁশিয়ারির সুরে, আঙুল উচিয়ে পুলিশকে দরজা খুলতে বলেন।

বিজেপি সাংসদের এমন আচরণের সমালোচনা করেছে তৃণমূল। জেলা সভাপতি অজিত মাইতি বলেছেন, ওনার কালচার জমিদারি। সেরকমই আচরণ করেছেন। সার্কিট হাউসের নিয়ম জানেন না। পাল্টা বিজেপির দাবি, অনুমতি থাকা সত্ত্বেও রূপা গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা দিয়েছে পুলিশ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, রূপার নামে রুম থাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয়নি। আমি বলেছি ২০০ লোক নিয়ে গিয়ে রাস্তা জ্যাম করে দাও। আমরা ঢুকতে না পারলে কেউ পারবে না।