দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে উদ্ধার কোটি টাকার সাপের বিষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2017 10:43 AM (IST)
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে উদ্ধার কোটি টাকার সাপের বিষ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে প্রাণসাগর এলাকায় যৌথ অভিযান চালায় বিএসএফের ৪১ নম্বর ব্যাটেলিয়ন ও বন দফতর। আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। তল্লাশিতে আটক ব্যক্তির কাছ একটি জার ভর্তি সাপের বিষ উদ্ধার হয়েছে। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপের বিষ বাংলাদেশ থেকে পাচার হয়ে এদেশে এসেছে। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া সাপের বিষের দাম আনুমানিক ৩ কোটি টাকা বলে বন দফতর সূত্রে খবর। এরপরই সুদেব টিগ্গা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ। জেরার জন্য ধৃতকে নিয়ে যাওয়া হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিএসএফের দফতরে।