২ ডিসেম্বরের ডিয়ার বঙ্গভূমি রায়ডাক লটারির ফলাফল ঘোষণা হল বিকেল চারটেয়। ফলাফল জানা যাচ্ছে lotterysambadresult.in-এ। পশ্চিমবঙ্গ লটারি বিভাগ প্রতি বুধবার ডিয়ার বঙ্গভূমি রায়ডাক লটারির ড্র করে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বিভাগ প্রতিদিন একটি না একটি সাপ্তাহিক লটারি ড্র করে।
ডিয়ার বঙ্গভূমি রায়ডাক লটারির প্রথম পুরস্কার দারুণ আকর্ষণীয়, ৫০ লাখ টাকা। বিজয়ী কর কাটার পর পুরস্কার মূল্যের বাকি অর্থ পাবেন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ৯,০০০ টাকা ও ৫০০ টাকা করে। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হল ২৫০ টাকা এবং ১২০ টাকা। রয়েছে ১,০০০ টাকার সান্ত্বনা পুরস্কারও। প্রথম পুরস্কার ছাড়া অন্যান্য পুরস্কারের অর্থ করের আওতায় আসেনি। তাই বিজয়ীরা পুরো পুরস্কার মূল্য পাবেন।
Dear Bangabhumi Raidak Lottery-র ফলাফল কীভাবে জানবেন
১. গুগলের সার্চবক্সে গিয়ে Lottery Sambad এন্টার করুন
২. ওয়েস্ট বেঙ্গল লটারি ওয়েব সাইট খুলুন
৩. হোমপেজে 4PM অপশনে ক্লিক করুন।
৪. দেখুন আপনার টিকিট নাম্বারে পুরস্কার উঠেছে কিনা
ফলাফলে যদি টিকিটের নম্বর ওঠে, তাহলে যাচাই করে নিন কোন পুরস্কার জিতেছেন। ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ দাবি করতে হবে। যাঁদের টিকিটের নাম্বার উঠবে, তাঁদের পশ্চিমবঙ্গ লটারি অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে জমা দিতে হবে তাঁদের টিকিট ও পরিচয়পত্র।
প্রকৃত ব্যক্তিই পুরস্কারের অর্থ দাবি করছেন কিনা, তা খতিয়ে দেখতে পরিচয়পত্র যাচাইযের কাজ হবে।
যাঁরা ভাগ্য পরীক্ষা করতে চান, তাঁরা পশ্চিমবঙ্গ লটারির টিকিট কিনতে পারেন। প্রতি টিকিটের দা ৬ টাকা। ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা-র ড্র হয় সোমবার। ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা-র ড্র হয় মঙ্গলবার। বৃহস্পতিবার ডিয়ার বঙ্গভূমি ভাগীরথী, শুক্রবার ডিয়ার বঙ্গভূমি অজয়, শনিবার ডিয়ার বঙ্গশ্রী দামোদর ও রবিবার ডিয়ার বঙ্গশ্রী ইছামতী-র ড্র হয়।
Sambad Lottery Dear Bangabhumi Raidak: ঘোষিত হল ডিয়ার বঙ্গভূমি রায়ডাক লটারির ফলাফল, দেখে নিন lotterysambadresult.in-তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Dec 2020 04:45 PM (IST)
২ ডিসেম্বরের ডিয়ার বঙ্গভূমি রায়ডাক লটারির ফলাফল ঘোষণা হল বিকেল চারটেয়। ফলাফল জানা যাচ্ছে lotterysambadresult.in-এ। পশ্চিমবঙ্গ লটারি বিভাগ প্রতি বুধবার ডিয়ার বঙ্গভূমি রায়ডাক লটারির ড্র করে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বিভাগ প্রতিদিন একটি না একটি সাপ্তাহিক লটারি ড্র করে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -