সাপ্তাহিক লটারির অন্যতম ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা লটারির ফর আজ বিকেল ৪টেয় প্রকাশ করবে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বিভাগ। যাঁরা ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা লটারির টিকিট কেটেছেন, তাঁরা ফল জানতে পারবেন lotterysambadresult.in-এ।

ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা লটারির প্রথম পুরস্কার দারুণ আকর্ষণীয়, ৫০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ৯,০০০ টাকা ও ৫০০ টাকা করে। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হল ২৫০ টাকা এবং ১২০ টাকা। রয়েছে ১,০০০ টাকার সান্ত্বনা পুরস্কারও।

Dear Bangalakhsmi Lottery: দেখে নিন, কীভাবে জানবেন ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা লটারির ফল

১. গুগল লটারি সংবাদে যান অথবা টাইপ করুন ইউআরএল lotterysambadresult.in

২. হোমপেজে বিকেল ৪টে অপশনে ক্লিক করুন

৩. পর্দায় ফল দেখা যাবে

৪. দেখুন আপনার টিকিট নাম্বারে পুরস্কার উঠেছে কিনা

ফলপ্রকাশের ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ দাবি করতে হবে। যাঁদের টিকিটের নাম্বার উঠবে, তাঁদের পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে জমা দিতে হবে তাঁদের টিকিট ও পরিচয়পত্র।

পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বিভাগ প্রতিদিন একটি না একটি সাপ্তাহিক লটারি ড্র করে। অন্য ৬টি সাপ্তাহিক লটারি হল ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা, ডিয়ার বঙ্গলক্ষ্মী রায়ডাক, ডিয়ার বঙ্গভূমি ভাগীরথী, ডিয়ার বঙ্গভূমি অজয়, ডিয়ার বঙ্গশ্রী দামোদর ও ডিয়ার বঙ্গশ্রী ইছামতী।

ভাগ্য পরীক্ষা করতে চাইলে পশ্চিমবঙ্গ লটারির টিকিট কাটুন। একটি টিকিটের দাম ৬ টাকা, পশ্চিমবঙ্গের যে কোনও লটারির দোকনে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ লটারির যাবতীয় ফল প্রকাশিত হয় প্রতিদিন বিকেল ৪টেয়।

Follow this page for all latest updates and lottery results: Dear Bangalakshmi Lottery