নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ। পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাতে কেন্দ্রকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে শুনানি স্থগিত রাখতে নির্দেশ সুপ্রিম কোর্টের।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ, আপাতত পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাক কেন্দ্র। বাকি ৮ কোম্পানি বাহিনী পাহাড়েই থাকবে। সেখানে যে কোনও মূল্যে শান্তি বজায় রাখতে হবে। যেহেতু আমরা এই মামলা শুনছি, তাই কলকাতা হাইকোর্ট শুনানি স্থগিত রাখুক।
হাইকোর্টের বাহিনী-স্থগিতাদেশ নিয়ে শুক্রবার কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল মনিন্দর সিংহ সুপ্রিম কোর্টে বলেন, কলকাতা হাইকোর্ট এভাবে নির্দেশ দিতে পারে না। পাহাড়ের পরিস্থিতি আগের তুলনায় ভাল। কিন্তু, অন্য জায়গায় এখন বাহিনী দরকার। সামনে হিমাচল প্রদেশের ভোটও আছে।
পাল্টা রাজ্যের আইনজীবী রাকেশ ত্রিবেদী বলেন, পাহাড়ে এখনও বাহিনীর প্রয়োজন। হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হোক। সওয়াল জবাব শেষে পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাতে কেন্দ্রকে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রায় তাঁদের পক্ষেই গিয়েছে বলে দাবি করে বলেন, ওরা তো ১৫ কোম্পানিই সরিয়ে নিতে চেয়েছিল। এখন তো ৮ কোম্পানি থাকবে।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর পাহাড়ে গুরুঙ্গবাহিনীর হাতে খুন হন এসআই অমিতাভ মালিক। ১৫ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে জানায়, পাহাড় থেকে বাহিনীর একাংশ প্রত্যাহার করা হচ্ছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টে আবেদন করে সরকার।
১৭ অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ২৭ অক্টোবর পর্যন্ত পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশের ওপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করা হল। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। শুনানিতে সুপ্রিম কোর্টে দুটি প্রশ্ন ওঠে।
কলকাতা হাইকোর্টের কি এক্তিয়ার রয়েছে এমন নির্দেশ দেওয়ার? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য চাইলেই কি বাহিনী দিতে বাধ্য কেন্দ্র?
এই দুটি সাংবিধানিক প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে ২৭ নভেম্বর।
হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ, পাহাড় থেকে ৭ কোম্পানি বাহিনী সরাতে কেন্দ্রকে অনুমতি সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2017 06:34 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -