দার্জিলিং: পাহাড়ে কর্তৃত্বরক্ষায় মরিয়া বিমল গুরুঙ্গ। পুলিশ সূত্রে খবর, পূর্ব ঘোষণা মতো আগামী সোমবার প্রকাশ্যে আসার পরিকল্পনাও রয়েছে তাঁর। মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি সিকিম সীমানার কাছে মুলখোরকার জঙ্গলে গুরুঙ্গপন্থীদের একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে ছিলেন বিমল গুরুঙ্গের জামাই দাওয়া লেপচা।
পুলিশ সূত্রে খবর, সেই বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন গুরুঙ্গপন্থীকে চিহ্নিতও করা হয়েছে। নজর রাখা হচ্ছে তাঁদের গতিবিধির ওপর। সূত্রের খবর, পাহাড়ে কর্তৃত্ব বজায় রাখতে, দার্জিলিঙের ফুলবাজার এলাকার কোনও দুর্গম জায়গায় দলীয় কর্মীদের নিয়ে সভা করতে করতে পারেন গুরুঙ্গ। সেই সভার ভিডিও সোশাল নেটওয়ার্কিং সাইটে প্রচারের কৌশল নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সিকিম সীমান্তে গোপন বৈঠক, গুরুঙ্গপন্থীদের উপর নজর রাখছে পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2017 09:36 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -