সুজিত মণ্ডল, শান্তিপুর( নদিয়া):  সাপের কামড়ে মৃত্যু হল ৮ মাসের এক শিশু কন্যার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া গ্রামের। মৃত শিশু কন্যার নাম জান্নাত মন্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ রাতের খাওয়া-দাওয়া সেরে ৮ মাসের জান্নাতকে নিয়ে শুয়ে পড়েন বাবা-মা। এরপর আজ ভোর চারটে নাগাদ ওই শিশুটির চিৎকারে ঘুম ভাঙ্গে মা-বাবার। তাঁরা দেখতে পান বিছানার পাশেই একটি সাপ। পাশের ঘর থেকে ছুটে আসেন দাদু। তড়িঘড়ি শিশুটিকে ঘর থেকে বার করে আনা হয়। এরপর সাপটিকে মেরে ফেলা হয়। পরে সাপটি সঙ্গে করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান স্বাস্থ্যের  অবনতি হলে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ। তবে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সাপের উপদ্রব বেড়ে চলছিল বলে পরিবার সূত্রে জানা যায়।


কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে এক নাবালিকার মৃত্যু হয়েছিল। নাম সঞ্চিতা নস্কর(৮)।বাসন্তীর দক্ষিণ মোকামবেরিয়া গ্রামে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায় সঞ্চিতাকে। এদিকে অভিযোগ ওঠে, সাপে কামড়ানোর পর ওই নাবালিকাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও মৃতার পরিবার ওই অভিযোগ অস্বীকার করে। শুধু তাই নয়, অভিযোগ, মৃত্যুর পর কলার ভেলায় চাপিয়ে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয়ে মৃতদেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়। 


বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা  দাবি করেছিলেন, সাপে কামড়ানোর দীর্ঘক্ষণ পর নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল তার। মৃত্যুর কথা জেনেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে যায়। ফের তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত ওঝার নির্দেশে কলার ভেলায় ভাসানোর চেষ্টা করছিল পরিবার।