দার্জিলিং: সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় এবার দার্জিলিং সদর থানায় খুনের মামলা রুজু করল পুলিশ। বিমল গুরুং, প্রকাশ গুরুং, প্রবীণ সুব্বা, দীপেন মালে, সুরজ থাপা সহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খুন ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

অন্যদিকে সিংলার জঙ্গলে গুলির লড়াই চলার সময় গুরুংয়ের বেশ কয়েকজন অনুগামী জখম হন বলে দাবি করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, জখমদের চিকিৎসার জন্য সিকিম থেকে নামী ডাক্তারদের জঙ্গলে আনা হয়েছে। মোবাইল টাওয়ারের সূত্রে ধরে তাঁদের উপর লক্ষ্য রাখছে পুলিশ।

অন্যদিকে গ্রেফতারি এড়াতে ঘন ঘন জায়গার পরিবর্তন করছেন বিমল গুরুং। পাশাপাশি কেন্দ্রের নির্দেশে মিরিক থেকে ৩ কোম্পানি এবং গরুবাথান থেকে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়েছে।